হোটেলে মিলল অভিনেত্রীর ঝুলন্ত দেহ

ভারতীয় বিনোদন জগতে আবার দুঃসংবাদ। চেন্নাইয়ের পাঁচতারা হোটেলে আত্মঘাতী হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ভিজে চিত্রা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মাত্র ২৮ বছর বয়সে তামিল অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে রাতে আড়াইটা নাগাদ চেন্নাইয়ের নাজারেথপেট্টাইয়ের পাঁচতারা হোটেল রুমে ফিরে আসেন। সেখানে হবু স্বামী হেমন্তের সঙ্গে ছিলেন চিত্রা। ওই হোটেল রুমের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সম্প্রতি ব্যবসায়ী হেমন্তের সঙ্গে বাগদান হয় এই অভিনেত্রীর।
জনপ্রিয় টিভি শো ‘পান্ডিয়ান স্টোরস’-এ মুল্লালির চরিত্রে দারুণ সাড়া ফেলেছিলেন চিত্রা। তামিল ইন্ডাস্ট্রির বিভিন্ন টিভি চ্যানেলের সঞ্চালকের কাজও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরাও।
মৃত্যুর কারণ নিয়ে এখনো বিশদে কিছু জানা না গেলেও পুলিশের অনুমান, বেশ কিছুদিন ধরেই চিত্রা অবসাদে ভুগছিলেন।
অভিনেত্রীর মৃত্যু প্রসঙ্গ হবু স্বামী জানিয়েছেন, শুটিং শেষে হোটেল রুমে ফেরার পর চিত্রা গোসল করতে যান। তাকে বলে গিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা করবেন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে গেলে হেমন্তের সঙ্গে দেখা না হলে দরজায় নক করেন তিনি। সাড়া না পেলে হোটেলের কর্মীদের ডেকে আনেন তিনি। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান।
ইতিমধ্যে চিত্রার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
ভোরের আলো/ভিঅ/০৯/১২/২০২০