১২-১৭ বছর বয়সীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত

১২-১৭ বছর বয়সীদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও কারিগরি কমিটির মতামত সাপেক্ষে ১২ থেকে ১৭ বছরের শিশু-কিশোরদের করোনা টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই বয়সের শিশু-কিশোররা জনসংখ্যার একটি বিশাল অংশ। তাদেরকে টিকা দিতে গেলে আমাদের অনেক টিকার প্রয়োজন হবে।”

চলতি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় আড়াই কোটি ডোজ টিকা পাবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।