১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষে বিএনপির দু’পক্ষ, আহত ৪

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারার মধ্যেই বিএনপির দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বংশীপুর এলাকায় এ সংঘর্ষে চারজন আহত হন।
এর আগে, শ্যামনগর পৌর এলাকায় দু’পক্ষের উত্তেজনা ঘিরে বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরে চলা উত্তেজনা সংঘর্ষের সূত্রপাত করে। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও উত্তেজনা প্রশমিত হয়নি।
বিকালে সদ্যবিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির বাসটার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেন। এ সমাবেশে বাধা দেন সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্র“পের নেতাকর্মীরা। এতে উত্তেজনা চরমে পৌঁছে এবং সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, "পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"