১৭ নভেম্বর বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ১৯ জন

১৭ নভেম্বর বরিশাল জেলায় করোনায় আক্রান্ত ১৯ জন

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুরু থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বরিশাল জেলায় ৪ হাজার ১৯৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।এপর্যন্ত জেলায় সুস্থ্য হয়েছেন ৩৭৭৬ জন।

মঙ্গলবার রাত ১০ টা ৫৫ মিনিটের সময় জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত নিউ সার্কুলার রোড, জিয়া সড়ক ও ভাটিখানা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, কাউনিয়া, সিএন্ডবি রোড, জর্ডন রোড, পুলিশ লাইন রোড, গোরস্থান রোড, ফকির বাড়ি, বিএম কলেজ রোড, শ্রীনাথ চ্যাটার্জি লেইন প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, পিবিআই এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মরত ১ জন চিকিৎসক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ১৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। 

জেলা প্রশাসন জানিয়েছে আজ বরিশাল জেলায় মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি ।তবে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।