২০১ জনের মৃত্যু

করোনাভাইরাসে একদিনে মৃত্যু ২০০ ছাড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫৫৯৩।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১১১৬২ জন। মোট শনাক্ত ৯৭৭৫৬৮। শনাক্তের হার ৩১.৩২।
সর্বশেষ একদিনে খুলনায় ৬৬, ঢাকা ৫৮, চট্টগ্রামে ২১ ও রাজশাহীতে ১৮ জনের মৃত্যু হয় করোনায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন।