২০ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

গত ফেব্রুয়ারিতে কোভিড-১৯ এর বিস্তার কমাতে এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশ বন্ধ করে দিয়েছিলো দেশটির সরকার। অবশেষে গতকাল মঙ্গলবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। খবর আরব নিউজের।
দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপান।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক এজেন্সি এমনটাই জানিয়েছে। এ ক্ষেত্রে শর্ত দেশটির সংশ্লিষ্ঠ বিভাগ বলছে, বিধিনিষেধের এই শিথিলতা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা নিজ দেশে প্রত্যাবর্তনের আগে সৌদি আরবে করোনার টিকা নিয়েছিলেন।