২৪ ঘণ্টায় আক্রান্ত ৯

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৯ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার সামান্য কমে হয়েছে ০ দশমিক ৬৭ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৩৬ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৪ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।