২৬-২৭ সেপ্টেম্বর জেদ্দা-রিয়াদে বিশেষ ফ্লাইট

২৬-২৭ সেপ্টেম্বর জেদ্দা-রিয়াদে বিশেষ ফ্লাইট

গত ১৬ ও ১৭ মার্চের জেদ্দা এবং রিয়াদের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিমান থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকিটধারী যাত্রীদের এ ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য  অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করা যাচ্ছে।

ভ্রমণের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।  


ভোরের আলো/ভিঅ/২৪/২০২০