৫৫৬ জনের হাতে তুলে দেওয়া হয়েছে বয়স্ক ভাতার বই

বরিশাল মহানগরের ৫৫৬ জন বয়স্ক নাগরিকের হাতে বয়স্ক ভাতা উত্তোলনের বই তুলে দেওয়া হয়েছে। বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওই বই তুলে দেওয়া হয়।
রোববার দুপুর ১২টায় নগরের কালিবাড়ী সড়কের সমাজসেবা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আাবদুল্লাহ।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বয়স্কভাতার বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ প্রমূখ।
বরিশাল জেলা সমাজসেবা কার্যাালয় থেকে জানানো হয়, বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডে মোট ১৪ হাজার একজন বয়ষ্ক নাগরিককে ভাতার বই দেওয়া হবে। এ ছাড়া বরিশাল জেলায় ৮৬ হাজার ৪৬৮ জনকে বয়স্ক ভাতার বই দেওয়া হবে। এর মধ্যে গতকাল আনুষ্ঠানিকভাবে বরিশাল মহানগরের ১১টি ওয়ার্ডের ৫৫৬ জনের হাতে বই তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। প্রত্যেক বয়ষ্ক নাগরিক ওই বইয়ের মাধ্যমে বছরে ৬ হাজার টাকা পাবেন।