৫ হাজার গল্পের সেরা পাঁচ নিয়ে আসছে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস-৫’

৫ হাজার গল্পের সেরা পাঁচ নিয়ে আসছে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস-৫’

লাভ এক্সপ্রেস মানেই ভালোবাসার গল্প। কারো প্রেমের শুরু, কারো দ্বন্দ্ব, কারো ব্যর্থতা কিংবা সফলতা। বরাবরের মতো এবারেও প্রাণ ফ্রুটো আয়োজন করে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস-৫’। 

ক্যাম্পেইনের শিরোনামই বলে দেয়, এটি আয়োজিত হতে যাচ্ছে পঞ্চমবারের মত। আর এবারের আয়োজনে ‘ভালোবাসার সময় অসময়’ নিয়ে জমা পড়ে প্রায় পাঁচ হাজার ভালোবাসার গল্প। যে গল্পগুলোতে উঠে আসে ভালোবাসার সময় অসময়ের গল্প। আর এসব গল্প থেকে বাছাই করা হয় সেরা পাঁচটি ভালোবাসার গল্প। যে গল্পগুলো অবলম্বনে নির্মিত হয় পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এ স্বল্পদৈর্ঘ্যগুলো দেখা যাবে প্রাণ ফ্রুটো এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/pranfrooto। এছাড়াও অন এয়ার হবে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:১০ মিনিটে আরটিভির পর্দায়।