৬ হাজার ১৮ শিক্ষার্থী অংশ নেননি মেডিকেল ভর্তি পরীক্ষায়

এবার ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ১৮ শিক্ষার্থী। আজ শুক্রবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৮৭৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন, এর মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন। এই হিসেবে পরীক্ষায় অংশ নেননি ৬ হাজার ১৮ জন শিক্ষার্থী। এবার প্রতি আসনের বিপরীতে ২ হাজার ৬৮৬ জন পরীক্ষায় অংশ নেন। সারাদেশের ৫৫টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হয়েছে।