৭ বছর পর হত্যা মামলার আসামী গ্রেপ্তার বরিশালে

৭ বছর পর হত্যা মামলার আসামী গ্রেপ্তার বরিশালে

বরিশালে একটি হত্যা মামলার পলাতক আসামী আলম শরীফকে ৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার ভোর রাতে বরিশাল নৌবন্দর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি এমভি ফারহান লঞ্চ থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের  মা মঞ্জিলের বাসিন্দা ও ছোট ভাইয়ের স্ত্রী বিলকিস বেগমকে কুপিয়ে হত্যা করার মামলার আসামী ছিল আলম শরীফ। হত্যা ঘটনার পর দীর্ঘ ৭টি বছর বরিশালের বাইরে বিভিন্ন স্থানে ছদ্ম নাম ব্যবহার পালিয়ে ছিল আলম শরীফ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলকিস বেগমের ভাসুর মো. আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১লক্ষ টাকা লিখে এনে বিলকিসকে স্বাক্ষর করতে বলে। এক প্রর্যায়ে ভাসুর আলম শরীফ ও ছোট ভাই ছালাম শরীফ ছোট ভাইয়ের স্ত্রী বিলকিসের সঙ্গে কথা কাটাকাটির এক প্রর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্নস্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

পরবর্তীতে বিলকিস বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৫১ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস বেগম। এঘটনায় বিলকিসের পিতা মোফিজ উদ্দিন বাদি হয়ে এক মাত্র আলম শরীফকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। আলম শরীফ সেই থেকে দেশের বিভিন্নস্থানে নিজের নাম পরিচয় ও ভোটার আইডি কার্ড পরিবর্তন করে পলিয়ে বেরাচ্ছিলেন।
সেদিনের প্রত্যক্ষদর্শী বিলকিছ বেগমের ছেলে ইমন শরীফ বলেন, তার মা হত্যা হওয়ার মামলা তুলে নিতে আসামী পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

গতকাল সামবার দুপুরে আলম শরীফকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।