‘ইরান ফের ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে’

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান ফের তাদের উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। জানা গেছে, ২০১৫ সালের চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে গত বুধবার এমন প্রতিবেদন প্রকাশ করা হলো। খবর এএফপি’র।
আইএইএ ধারণা, ইরানের অতি সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ ২,৪৮৯.৭ কিলোগ্রাম। এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরোনিয়াম সীমিত রাখার সীমার চেয়ে অনেক গুণ বেশি। আইএইএ’র পরিচালনা বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
জানা গেছে, আগামী সপ্তাহে এ বৈঠকে বসার কথা রয়েছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সম্পাদিত ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে কূটনীতিকদের প্রস্তুতির অংশ হিসেবে তারা এ বৈঠকে বসতে যাচ্ছেন।
ইরানের সাথে করা এ আন্তর্জাতিক পরমাণু চুক্তির বর্তমান অংশীদার দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া ওই আলোচনায় অংশ নেবে। এ চুক্তি থেকে বেরিয় যাওয়ায় যুক্তরাষ্ট্র পরোক্ষাভাবে এতে যোগ দেবে। সূত্র : পার্সটুডে।