‘এম এ বেগ পদক’ পেলেন নাসির আলী মামুন

বাংলাদেশে আলোকচিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনকে আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২০ প্রদান করেছে। আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের ২২তম প্রয়াণ দিবসে আজ তাকে এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
শিল্পী নাসির আলী মামুনের জন্ম ১৯৫৩ সালে ঢাকা জেলায়। বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির পুরোধা হিসেবে পরিচিত এই অগ্রগণ্য শিল্পী তার ৪৯ বছরের পেশাজীবনে শিল্পকলা, রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের দুর্দান্ত সব চরিত্রের ফ্রেম বন্দি করে ইতিহাসকে চিত্রে রূপ দিয়েছেন।
দেশ বিদেশে তার ৫৯ টি একক প্রদর্শনী, আলোকচিত্র নিয়ে রচিত দুটি গ্রন্থ ও ১২ টি সাক্ষাৎকার গ্রন্থ প্রকাশিত হয়। শিল্পকলা পুরস্কার ছাড়া আরও তিনি নানা সম্মান জনক পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি ফটোজিয়াম নামক একটি আলোকচিত্রণ বিষয়ক জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত।
পুরস্কার প্রদান ছাড়াও আলোকচিত্রাচার্য এম এ বেগের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়।