‘রাশিয়ার নতুন হামলা মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন’

‘রাশিয়ার নতুন হামলা মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন’

ডনবাসের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন হামলা মোকাবিলায় ইউক্রেন জোরালো প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর থেকে ডনবাস নিয়ন্ত্রণে মস্কোর অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। রাতে ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ডনবাসে রুশ বাহিনীর হামলার প্রস্তুতি নিচ্ছি। দখলদাররা এখনও স্বীকার করতে চায় না, তারা শেষ পর্যায়ে রয়েছে এবং তাদের (রাশিয়া) তথাকথিত ‘বিশেষ অভিযান’ দেউলিয়া হয়ে গেছে।

ডনবাসে সম্প্রতি হামলার জোরদার করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ বাহিনী। এ নিয়ে সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স সটল্টেনবার্গ বলেন, ডনবাসে রুশ অগ্রগতি থমকে গেছে।

এদিন ভাষণে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, 'মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে কাজ করে যাচ্ছি আমরা। প্রতি সপ্তাহেই যেন রাশিয়ার সঙ্গে বিশ্বের যোগাযোগ সীমিত হয়ে পড়ে, এজন্য কাজ করতে হবে মিত্রদেশগুলোকে। যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় যেন দখলদার অনুভব করতে পারে'।