অবরোধের শেষ দিনে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ আমতলীতে

অবরোধের শেষ দিনে ২৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ আমতলীতে

৬৫ দিন অবরোধের শেষ দিনে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিস পায়রা (বুড়িশ্বর) নদীতে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার দিনব্যাপী আমতলী থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে পায়রা (বু্ড়িশ্বর) নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ ২৩ হাজার মিটার কারেন্ট জাল, ৩টি বেহুন্দি ও ২টি চিংড়ি জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলে জেলেদের মাঝে সতর্কীকরণ ও সচেতনতামূলক তথ্য প্রচার করা হয়।

আমতলী উপজেলার দায়িত্বে থাকা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, আজ দিনব্যাপী পায়রা (বু্ড়িশ্বর) নদীতে অভিযান চালিয়ে ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল,৩টি বেহুন্দি ও ২টি চিংড়ি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।