অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলণ
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চালক হিসেবে কর্মরত আব্দুল মালেক নামের এক সরকারী কর্মচারীর বিরুদ্ধে অবৈধ ড্রেজার বালু উত্তোনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, গত দুইদিন ধরে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পশ্চিম সুজনকাঠী ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশে অবৈধ ডেজ্রার বসিয়ে বালু উত্তোলণ করে আসছেন আব্দুল মালেক। ফলে হুমকির মুখে পরেছে সরকারী ব্রিজ। এ ব্যাপারে আব্দুল মালেক জানান, তার রেকর্ডিও জমি থেকে উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে।