অভিযান চালিয়ে ২২টি পাখি ও একটি মেছোবাঘ উদ্ধার

অভিযান চালিয়ে ২২টি পাখি ও একটি মেছোবাঘ উদ্ধার

অভিযান চালিয়ে  মৌলভীবাজার থেকে ২২টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পাখিগুলো সঙ্গে সঙ্গে অবমুক্ত করে দেওয়া হয়েছে তবে মেছোবাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শরিফুল ইসলাম বলেন, কনকপুর এলাকার বিভিন্ন বাড়িতে খাওয়া বা বিক্রির উদ্দেশ্যে পাখি রাখা হয়েছে এই খবরের সূত্রে অভিযান পরিচালনা করি।

এ সময় কয়েকটি বাড়ী থেকে ২২টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করে দেই।

এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাঁসের খামারে বন্দী অবস্থায় থাকা একটি মেছো বাঘ উদ্ধার করে বন বিভাগের কাছে দিয়েছি তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেবে।