অভিযানে গিয়ে মৎস্য কর্মকর্তা মারধরের শিকার

অভিযানে গিয়ে মৎস্য কর্মকর্তা মারধরের শিকার

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ জাল উদ্ধার অভিযানে গিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ  তিনজন মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদী হয়ে রিপন খান নামের একজনে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

রোববার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কান্দিরপাড় খালে এ ঘটনা ঘটে।

আহত উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কম্বিং অপারেশনের অংশ হিসেবে অবৈধ জাল উদ্ধার করতে গেলে নগরবাড়ি গ্রামের রিপন খান, তার ভাই স্বপন খান, ইলিয়াস খানসহ ৪-৫ জন মিলে হামলা চালায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আহত হওয়ার সংবাদ পেয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের উপ-পরিচালক মো. আনিচুর রহমান তালুকদার ও বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার চিকিৎসার সার্বিক খোঁজ নেন তারা।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিলটন মণ্ডল বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।