অভিযানে বরিশালে বন্ধ হলো বিয়ে ও খৎনা অনুষ্ঠান

অভিযানে বরিশালে বন্ধ হলো বিয়ে ও খৎনা অনুষ্ঠান

বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় পৃথক অভিযান চালিয়ে ২ প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি পৃথক সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। 

এ সময় নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় বাবুল হোসেন নামে এক ফ্রান্স প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে নিজ বাসা সংলগ্ন রাস্তায় ঘোরাফেরা করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে রাস্তায় ধরে ফেলেন। নিষেধাজ্ঞা না মানায় ওই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়ায় কুয়েত প্রবাসী একজন হোম কোয়ারেন্টাইনে না থাকায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে জনসমাগম এড়িয়ে চলার নিষেধাজ্ঞা অমান্য করায় সদর উপজেলার শায়েস্তাবাদে একটি সুন্নতে খৎনা এবং একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ ছিলো সরকারের নির্দেশনা অমান্য করে ওই দুটি অনুষ্ঠানে ৪ থেকে ৫ শ’ মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিলো। শুধু তাই নয়, দুটি অনুষ্ঠানেই প্রবাসফেরত ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছিলো। করোনা সংক্রমণ এড়াতে ভ্রাম্যমাণ আদালত দুটি অনুষ্ঠান বন্ধ করে দেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। 

অপরদিকে বরিশাল চলতি মার্চে বরিশালের ১০ হাজার ৩০৩ জন প্রবাসী দেশে ফিরলেও শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হয়েছে মাত্র ৭৬৪ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩৬২ জন প্রবাসীকে। এর বাইরে আরও প্রায় ৯ হাজার প্রবাসীকে খুঁজে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ।