অরিজিৎ সিংয়ের মাতৃবিয়োগ

করোনার সঙ্গে লড়াইয়ে জিতেও হেরে গেলেন কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং।
বুধবার রাত ১১টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন নিয়ে যান অরিজিৎ। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। কিন্তু তারপরও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে জানা যায়। অক্সিজেন লেভেলও দ্রুত পড়তে থাকে বলে খবর। হয় ব্রেন স্ট্রোকও।
অদিতি সিং যখন অসুস্থ ছিলেন তখন তার মেডিকেল সাপোর্টের জন্য সাহায্যের আবেদন করতে দেখা যায় টলিপাড়ার বিখ্যাত তারকা স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পাশে দাঁড়ান পরিচালক সৃজিত মুখার্জিও। তাকে বাঁচানোর জন্য দ্রুত বিরল গ্রুপের রক্ত প্রয়োজনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয় জনসাধারণের কাছে। কিন্তু সব প্রচেষ্টা বৃথা করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এদিকে অরিজিতের মায়ের মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করেছেন অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।