অষ্টগ্রামে বিএনপি’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

অষ্টগ্রামে বিএনপি’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ৮ মে  বিকেলে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি’র প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোমেনুজ্জামান এর বাড়ীতে তার সভাপতিত্ত্বে ও গোলাম হায়দার খান ফরহাদের সঞ্চালনায় দলের  উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে আরম্ভর ভাবে এ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। 

সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে এ পূর্ণমিলনী এক মিলন মেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শেষে এক নৈশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন শফি, একরামুল হক সাব্বির, ডাঃ আব্দুস সাত্তার, উপদেষ্টা আলহাজ¦ একলাছ উদ্দিন ভূঞা, যুগ্ন সম্পাদক শেখ নিজামুল হক নজরুল।

এসময় দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা রাজিব খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এমরান উদ্দিন, মৎসজীবি সম্পাদক কুমুদলাল দাস, ক্রীড়া সম্পাদক তাবারক ভুঞা, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন, আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।