অসহায় রিস্কা চালক বাবার আর্তনাদে ড্রীম লাইফ এর সহযোগীতা

নিউজ বরিশালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক ও ইউটিউবে গত মঙ্গলবার (২০ এপ্রিল) ‘ঘরে চাল নেই ছেলে মেয়ে না খেয়ে আছে অসহায় রিস্কা চালক বাবার আর্তনাদ’ শিরোনামে একটি ভিডিও আপলোড হয়। মূহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। ওই অসহায় রিস্কা চালক বাবার আর্তনাদ দেখে ড্রীম লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এগিয়ে আসে সহযোগীতার হাত বাড়িয়ে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় রিক্সাচালক বাবুলকে (৩৫) নগরীর রূপাতলী বটতলা অবস্থিত ড্রীম লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আমন্ত্রণ জানিয়ে উপহার সামগ্রী তুলে দেন ড্রীম লাইফের পক্ষ থেকে চেয়ারম্যান নাজমুল হাসান বাপ্পি ।
নাজমুল হাসান বলেন, এই চলমান মহামারী করোনাভাইরাস মানুষ অসহায় করে দিয়েছে। খেটে মানুষগুলো ভলো নেই। তার মধ্যে শ্রমজীবি মানুষ বেশি। তাই করনাকালীন এই দু:সময়ে সবার কাছে একটি আহবান গরীব ও অসহায় মানুষদের পাশে দাড়ান।
নিউজ বরিশালের পরিচালক শাহিন সুমন বলেন, এই মহামারীতে আমাদের চার পাশে এমন অনেক ঘটনা লুকিয়ে আছে যা আমরা জানিনা। আবার অনেকে লজ্জার কারনে মুখফুটে বলতেও পারে না। ওই সকল মানুষের পাশে দাড়ানো খুব জরুরী। এই ভিডিও দেখে যারা সহযোগীতার হাত বড়িয়ে দিয়েছে তাঁদের প্রতি ভালোবাসা রইল।