অসুস্থতা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি কাদের

অসুস্থতা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি কাদের

অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেক-আপের জন্য তিনি সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক জানিয়েছেন, সেতুমন্ত্রী শঙ্কামুক্ত। পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২০১৯ সালের ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে ১৫ মে দেশে ফেরেন তিনি।