অস্ট্রেলিয়ান জোনসকে শ্রদ্ধা জানালেন পিএসএলের ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ান জোনসকে শ্রদ্ধা জানালেন পিএসএলের ক্রিকেটাররা

পাকিস্তান সুপর লিগে (পিএসএল) কোলিফায়ারে মুখোমুখি হয় মুলতান সুলতাসন ও করাচি কিংস। আর এ ম্যাচের আগে সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোনসকে অভিনব কায়দায় স্মরণ করা হয়।

চলতি বছরের সেপ্টেম্বরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভারতের মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিন জোনস।মৃত্যুর আগ পর্যন্ত অফিসিয়ালি করাচি কিংসের কোচ হিসেবে ছিলেন ডিন জোনস।

করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটাররা ডিনের নামের ইংরিজে প্রথম অক্ষর ‘ডি’ তৈরি করে শ্রদ্ধা জানান। পরে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এর একটি ভিডিও প্রকাশ করে পিএসএল কর্তৃপক্ষ। যেখানে ক্যাপশনে লেখা হয়, সবসময় আমারে অন্তরে থাকবে ডিন।

এদিকে করাচি কিংসের ভারপ্রাপ্ত কোচ কিংবদন্তি ওয়াসিম আকরামও এদিন টুইটারে ডিন জোনসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেন, এটা মনে হচ্ছে আজ আপনি এখানে আমাদের সঙ্গে আছেন। তবে বাস্তবতা অন্যরকম। আমি জানি কোনোকিছুই আপনাকে আপনার শিষ্যদের থেকে দূরে রাখতে পারবে না। আপনি যেখানেই থাকেন না কেন আমাদের দেখছেন ও আনন্দ পাচ্ছেন। আশাকরি এটা আপনাকে গর্বিত করে।