আইপিএল নিলামে শচীনপুত্র অর্জুন

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এক পাঁচতারা হোটেল বসছে চতুর্দশ আইপিএল নিলামের আসর। এবার আইপিএলে নিলামে উঠছেন ১০৯৭ ক্রিকেটার। যে তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকার-পুত্র অর্জুন।
শচীনপুত্র নিলামে নিজের বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ রুপি। অর্জুন তেন্ডুলকার একজন বাঁ হাতি পেসার। মুম্বাইয়ের বয়সভিত্তিক টিম থেকে উত্থান তাঁর। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
জানা গেছে, নিলামে উঠা ক্রিকেটারদের মধ্যে ৮১৪ জন ভারতীয়, বাকি ২৮৩ জন বিদেশি। তবে ভারতীয় ক্রিকেটারদের সবাইকে অবাক করে আইপিএল নিলামে উঠেছেন শান্তাকুমারন শ্রীসন্থ।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।