আইপিএলের নিলামে অবিক্রিত সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর নিলামের প্রথম দিনে অবিক্রিতই রয়ে গেলো সাকিব আল হাসান। এবারের নিলামের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে এদিন কিনতে আগ্রহী ছিলোনা কোনো ফ্র্যাঞ্চাইজিই।
নিলামের প্রথম দিনে মধ্যহ্নভোজের আগ পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে দিল্লী ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাকে এবার নিজেদের দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা শিবিরে ফিরছেন অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও। তাকে কিনতে শাহরুখ খানের দলের খরচ হয়েছে ৭কোটি ২৫ লাখ রুপি। এ বাদেও দ্বিতীয় ধাপের নিলাম থেকে ৮ কোটি রুপিতে কলকাতা দলে ভিড়িয়েছে নিতিশ রানাকে।
প্রথম দিনের নিলামে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিও ছিলো বেশ সরব। ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে দলে নিতে বেশ ভালোই টক্কর দিতে হয়েছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো সাথে। শেষ পর্যন্ত ৮ কোটি ৫০ লাখে হেটমায়ারকে দলে ভিড়িয়েছে রাজস্থান। এছাড়াও ৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে শিল্পা শেঠির দল। ভারতীয় ব্যাটসম্যান দেবদূত পাডিকলকে রাজস্থান নিয়েছে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে। আর কিউই পেসার ট্রেন্ট বোল্টকে দলে ভেড়াতে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির খরচ হয়েছে ৮ কোটি রুপি।
আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে নিতে বেশ ভালো লড়াই জমেছিলো দিল্লী ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের মধ্যে। শেষমেশ ৯ কোটি ২৫ লাখে রাবাদাকে দলে টেনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে নিতেও দিল্লী আর রাজস্থানের সাথে বেশ ভালো টক্কর দিয়েছে পাঞ্জাব। এখানেও সফল তারা। ৮ কোটি ২৫ লাখ রুপিতে ধাওয়ায়ানের ঠিকানা পআঞ্জাব কিংসই।
আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসও বেশ ভালো লড়াই চালিয়েছে নিলামে। ৬ কোটি ৭৫ লাখ রুপিতে নিজেদের দলে টেনেছে দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। এছাড়াও নিলামের টেবিল গরম হওয়া ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখে দলে ভিড়িয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি। ৪ কোটি ৬০ লাখ রুপিতে ভারতীয় মনীশ পান্ডে আর ৫ কোটি ৭৫ লাখে দীপক হুডাকেও দলে নিয়েছে সুপারজায়ান্টসরা।
আইপিএলের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মধ্যহ্নভোজের আগ পর্যন্ত দলে ভিড়িয়েছে দুই ক্রিকেটারকে। চেন্নাই সুপার কিংসের সাথে জোর টক্কর দিয়ে ৭ কোটি রুপিতে ফ্যাফ ডু প্লেসিসকে দলে ভিড়িয়েছে বিরাট কোহলির দল। আর আইপিএলের গত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হার্শাল প্যাটেলকে দলে বেঙ্গালুরু দলে নিয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে।
আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস দলে ভিড়িয়েছে দুই ক্রিকেটারকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে ধোনির দল নিয়েছে ৪ কোটি ৪০ লাখ রুপিতে। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
এবারের আইপিএলের আরেক নতুন দল গুজরাট টাইটানস প্রথম দিনের নিলামে দলে টেনেছে ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে। তাকে নিতে ফ্র্যাঞ্চাইজিটির খরচ হয়েছে ৬ কোটি ২৫ লাখ। এছাড়া ২ কোটি রুপিতে ইংলিশ হার্ড হিটার জেসন রয়কেও দলে ভিড়িয়েছে গুজরাট।
প্রথম দিনের নিলামে মধ্যহ্নভোজের আগ পর্যন্ত এক ডেভিড ওয়ার্নার ছাড়া আর কাউকেই দলে নিতে পারেনি দিল্লী ক্যাপিটালস। অজি এই হার্ড হিটার ওপেনারকেঅদলে নিতে রাজধানীর দলটির খরচ হয়েছে ৬ কোটি ২৫ লাখ রুপি।
এদিকে বাংলাদেশের সাকিব বাদে প্রথম দিনে দল পায়নি বিশ্ব ক্রিকেটের বড় বড় আরও কয়েকটি নাম। সাকিবের সমান ২ কোটি ভিত্তিমূল্যের অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও দল পাননি প্রথম দিনের নিলামে। ২ কোটি ভিত্তিমূল্য শ্রেণীর আরেক ক্রিকেটার ভারতীয় অভিজ্ঞ সুরেশ রায়নাও রয়ে গেছে অবিক্রিত। এছাড়াও দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলারও দল পাননি প্রথম দিনের নিলামে। তার ভিত্তিমূল্য ছিলো ১ কোটি রুপি।
পিআর/বিজি