আকাশে চাঁদ-মঙ্গলের ‘বিরল লুকোচুরি’ বাংলাদেশে

বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শনিবার বিকেলে মঙ্গলগ্রহের বিরল এক ‘অদৃশ্যকরণ’ দেখা গেছে। চাঁদ সরাসরি পৃথিবী এবং মঙ্গলের মাঝে আসার কারণে এই অবস্থার অবতারণা হয়েছে।
মহাকাশ বিষয়ক সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট স্পেসডটকম জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দৃশ্যটি দেখা গেছে। এছাড়া ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম থেকেও দেখা গেছে।
এই ঘটনার সময় মঙ্গলকে প্রায় দেড় ঘণ্টার জন্য চাঁদ পুরোপুরি ঢেকে ফেলে।
মঙ্গলের এই ধরনের অদৃশ্য হওয়ার ঘটনা পৃথিবী থেকে বছরে দুইবার বোঝা যায়।
মহাকাশ বিজ্ঞানীদের ভাষায়, যখন একটি বস্তুর সামনে দিয়ে আরেকটি বস্তু চলে যায় তখন এই অদৃশ্যকরণের ঘটনা ঘটে।
শনিবার গোধূলির ঠিক আগে বাংলাদেশ থেকে মঙ্গলকে লাল ডট চিহ্নের মতো মনে হয়েছে।
এই দৃশ্য এর আগে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে দেখা গেছে।