আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে

আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে ক্ষমতায় এসে দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত উন্নয়ন অগ্রগতি সাধন করেছেন। আর এই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে।
(৯ আগষ্ট) বুধবার আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাসানাত আবদুল্লাহ এমপি এ কথা বলেন ।
রতœপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাত, রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা সরদারসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, ২০০১ সালের কথা। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসে আপনাদের উপর কি ধরণের অত্যাচার, জুলুম ও নির্যাতন করেছে। হত্যা, লুট, দখল থেকে শুরু করে জমির ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু পর্যন্ত তারা জোর করে নিয়ে গেছে।
বিএনপি জামাত জোট সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করছে। বিএনপি নেতা তারেক রহমান দেশের অর্থ-সম্পদ আত্মসাত ও পাচারের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছে, সেখানে তিনি দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি মহামান্য আদালত তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের ৯ বছর ও ৩ বছর সাজা দিয়েছে। আর বেগম খালেদা জিয়া তো আগেই সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিল, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাকে কারাগারের পরিবর্তে বাড়ীতে থাকার সুযোগ করে দিয়েছেন। তাই বিএনপি জামাত জোটের দুঃশাসনের কথা মাথায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো ইনশাল্লাহ।