আগামীকাল শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ

আগামীকাল শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে আগামীকাল ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সকাল সাড়ে ১০টায় কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।