আগুনে অঙ্গার তরুণ

রাজধানীর নামা শ্যামপুর ওয়াসা রোডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির দ্বিতীয় তলার প্রায় ২০টি রুম পুড়ে গেছে।
মৃত দেলোয়ার নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সিহায়া ভাসাটি গ্রামের রবি মিয়ার ছেলে। ২ ভাইয়ের মধ্যে ছোট ছিলেন তিনি।
শ্যামপুর ঢাকা ম্যাস এলাকায় সান স্টিল নামে একটি রুলিং মিলে লেবারের কাজ করতেন দেলোয়ার।
থাকতেন নতুন রাস্তা পানির পাম্পের পাশে লিটনের টিনশেড দ্বোতলা বাড়ির ২য় তলার একটি রুমে।
মৃতের বড় ভাই জাকির হোসেন জানান, তারা বাসাটির ২য় তলায় একটি রুমে ৬ জন থাকেন। রাতে সবাই মিলে কাজ করতে যায়। রুমে একাই ছিলেন দেলোয়ার। ভোরবেলায় তারা খবর পান তাদের বাসায় আগুন লেগেছে।
তারা বাসায় গিয়ে দেখেন ফায়ার সার্ভিস আগুন নেভাচ্ছে। পরে তাদের রুম থেকে দেলোয়ারের অঙ্গার মৃতদেহ বের করে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, বড়ই তলা এলাকার সেমি পাকা টিনশেড দু’তলা বাড়িটির ওপর তলাতে রাত ২টা ৫০ মিনিটে আগুন লাগে। এতে ২১টি ঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টায় ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর একটি রুম থেকে দেলোয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভোরের আলো/ভিঅ/১৪/১২/২০২০