আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন

আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৈলা বাজারের সাবেক ব্যবসায়ি ওয়াসিম ভূঁইয়া সেলিম এর প্রথম মৃত্যু বার্ষিকীতে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ সহকারী ইমাম হাফেজ মো. আ.রহমান সরদার।
দোয়া-মোনাজাত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা, সিরিয়া-তুরষ্কে ভুমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনাসহ সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিম এর রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যান কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সহ সভাপতি মোঃ শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন বসু, যুগ্ম সম্পাদক এসএম ওমর আলী সানী, কোষাধ্যক্ষ মো.জাহিদুল ইসলাম, সদস্য রিপন বিশ^াস , মোঃ মনিরুজ্জামান সহ প্রমুখ ।