আগৈলঝাড়ায় পশু পাখির মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় পশু পাখির মেলা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রানী সম্পদ অফিসের উদ্যোগে গৃহ পালিত পশু-পাখির মেলা উদ্বোধন করা হয়।

রবিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রানী সম্পদ অফিসের উদ্যোগে এক দিন ব্যাপী গৃহ পালিত পশু-পাখির মেলা উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, এল,এস,পি মনির পাইক, হৃদয় প্রমূখ।

উল্যেখ্য গ্রামঞ্চল থেকে বিভিন্ন জাতের গবাদী পশু, হাস, মুড়গী কবুতর ইত্যাদি নিয়ে উপজেলা চত্বরে ষ্টল দিয়ে জনসাধরনকে উদ্বুদ্ধ করেন, মেলায় অনেক দর্শকের সমাগম ঘটে এবং বিভিন্ন ষ্টল ঘুড়ে পশু-পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।