আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তৃনমুল থেকে দলকে আরও সু-সংগঠিত করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে বাগধা পূর্বপাড় বাজারে অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোতোষ বৈরাগীর সভাপতিতে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, বাগধা ইউপি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।