বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অস্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে সোহাগ বালা (২০) নামের এক যুবকের ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস তাকে কারাদন্ড দেন। সোহাগ বালা উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনীন্দ্র বালার বখাটে পুত্র সোহাগ বালা বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে যৌণ নিপিড়ণ করে আসছিল। এ ঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি থানার ওসিকে অবহিত করার পর বুধবার সকালে পুলিশ ওৎপেতে থেকে ওই ছাত্রীকে যৌন নিপিড়ণের সময় হাতেনাতে বখাটে সোহাগকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারগ্রান্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাল।