আজ আঁখি আলমগীরের জন্মদিন

আজ আঁখি আলমগীরের জন্মদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। এরইমধ্যে আত্মীয়স্বজন, বন্ধু, সহশিল্পী, ভক্ত-অনুসারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা ভরে গেছে শুভেচ্ছা বার্তায়। রাতে নিজের মেয়েরাই চমকে দিয়েছে আঁখিকে। তার ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করেছেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

ফেসবুকে আঁখি লিখেছেন, আমার মেয়েরা জন্মদিনের পার্টি আয়োজন করে চমকে দিয়েছে।

চলতি মাসে ঢাকার বাইরে দুই-তিনটি স্টেজ শো রয়েছে আঁখি আলমগীরের। এরই মধ্যে ইমন সাহার সুর ও সংগীতে দুটি সিনেমায় গানও গেয়েছেন তিনি।
 


ভোরের আলো/ভিঅ/০৭/০১/২০২১