আজ ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে চার্টার্ড বিমানে করে ঢাকায় আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইনজুরিতে পড়ায় প্রথম টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা কম অজি পেসার রাইলি মেরেডিথের। বাড়তি সতর্কতার জন্য একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ সাথে নিয়ে আসছে সফরকারীরা।
বাংলাদেশে এসে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর ৩ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ।
তবে এই সিরিজে টাইগারদের বিপক্ষে খেলা হচ্ছে না অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তা ছাড়া সেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে নিয়মিত কিছু ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবালও হাঁটুর ইনজুরির কারণে এই সিরিজ মিস করবেন।