আজ পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ

আজ ২রা ডিসেম্বর। পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি। পাহাড়ের সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৯৯৭ সালের এই দিনে সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর পার্বত্য জেলায় দীর্ঘস্থায়ী সংঘাতের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বাংলাদেশের সংবিধান ও দেশের বিধিবিধান ও আইন যথাযথ অনুসরণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে কয়েক দফা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপের সফল সমাপ্তির পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে বরিশালের নিবিড় সম্পর্ক রয়েছে। তখনকার জাতীয় সংসদের চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের কান্ডারী আবুল হাসানাত আবদুল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ওই চুক্তি করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ চুক্তির রূপকার হওয়ায় বরিশাল আওয়ামী লীগ গত ২৪ বছর যবত আড়ম্বরপূর্ণভাবে পার্বত্য শান্তি চুক্তি দিবসটি পালন করে আসছে।
এদিকে, দ্রুততম সময়ের মধ্যেই ভূমি সংকটের সমাধানসহ পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানালেন ক্ষমতাসীন দলের নেতারা। তবে শান্তিচুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরকারী দু’পক্ষকেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।
সরকার পক্ষ বলছে, বাস্তবায়নের কাজ চলছে। কিন্তু পাহাড়িদের অভিযোগ- চুক্তিতে তাদেরকে যেসব অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল তার অনেক কিছুই তারা এখনও পায়নি। তবে, পাল্টাপাল্টি অভিযোগ না করে পার্বত্যাঞ্চলের অধিকতর উন্নয়নে সবাই মিলে কাজ করে যাওয়ার তাগিদ দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।
২ ডিসেম্বরে বরিশাল নগরী রঙিন সাজে সেজেছে। ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২যুগ উৎযাপন করতে বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই সাজসজ্জার আয়োজন।
পার্বত্য শান্তি চুক্তি দিবসটি পালন উপলক্ষে বরিশাল নগরের নাজিরপুল থেকে সদর রোড, বিবিরপুকুর পাড়ের আসেপাশ এলাকা তোরন, ফেস্টুন ও আলোক সজ্জা করা হয়েছে।
পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তিতে নাজিরপুলে পদ্মা সেতুর আদলে দৃষ্টি নন্দন স্থাপনা করা হয়েছে। নগরীতে তোরণ নির্মাণ করে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট একেএম জাহাঙ্গীর ভোরের আলোকে বলেন, ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে সকালে সকাল ৯ টায় শহীদ সোহেল চত্বরস্থ বাংলাদেশ আওয়ামী লীগ এর বরিশাল দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন। দুপুর ২ টায় ফজলুল হক এভিনিউস্থ সিটি কর্পোরেশন চত্ত্বরে সমাবেশ ও আনন্দ র্যালি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সমাবেশে ও র্যালির উদ্বোধন করবেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি থাকবেন এ্যাড. আফজাল হোসেন,ড. শাম্মী আহমেদ গোলাম রাব্বানী চিনু ,আনিসুর রহমান,এ্যাড. তালুকদার মো: ইউনুস,আল নাহিয়ান খান জয় , লেখক ভট্টাচার্য সাধারণ সম্পাদক।