আজ বরিশাল প্রেসক্লাব নির্বাচন

আজ বরিশাল প্রেসক্লাব নির্বাচন

আজ বৃহষ্পতিবার শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পর রাতেই গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্যের কার্যকরী কমিটিতে স্থান পেতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা হবে। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক পদে কাজী আল-মামুন। অপর প্যানেলে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান মন্টু এবং সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ মাহমুদ প্রতিদ্বন্দ্বীতা করছেন।