আজ বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

বরিশাল অঞ্চলের সুইসাইডাল স্কোয়াডের সদস্য বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ৮ জুন (বুধবার)। ২০২০ সালের এই দিনে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ৫ ভাই ও ৫ বোনের মধ্যে সর্বজ্যেষ্ঠ মরহুম খালেকুজ্জামান ফারুক।

তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মরহুম মুনির হোসেন ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর বড় ভাই।

বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুক ছিলেন দায়িত্বপ্রাপ্ত সাবেক সচিব। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জিএম’র দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।