আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়

আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়

বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না বলে দাবি করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, কিন্তু অনুপ্রবেশসহ সীমান্ত সুরক্ষায় এবং কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

সোমবার দুপুরে দিনাজপুরে একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সীমান্তে হত্যা বন্ধে বিএসএফকে নির্দেশনা দেওয়া আছে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, ভারত কখনোই চায় না কোনো সীমান্তে প্রাণহানি ঘটুক।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করলে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে বলে তিনি জানান।

এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার।

এ ছাড়াও, দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনসহ ৮টি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিক্রম কুমার দোরাইস্বামীর।

সূত্র: ইউএনবি।