আন্তর্জাতিক ফুটবল বিদায় জানালেন বেনজেমা

আজ করিম বেনজেমার জন্মদিন, আর কাল দেশ হেরেছে বিশ্বকাপের ফাইনালে। তাই রাঙাতে পারলেন না নিজের বিশেষ দিনটা। তবে এমন দিনে তিনি বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে। ফ্রান্সের জার্সিতে আর দেখা যাবে না তাকে।
লুসাইলে শিরোপা হারার পরদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, ‘আমার আজকের এই পর্যায়ে আসার পেছনে চেষ্টাও ছিল। সেই পথে ভুলও করেছি অনেক। তবে দিনশেষে আমি গর্বিত। আমার ফুটবল জীবনের গল্পের ইতি টানলাম।’
অথচ অসময়ের উরুর চোট ধরা না দিলে কাতার বিশ্বকাপ ফ্রান্সের হয়ে মাঠ মাতাতে পারতেন। ক্যারিয়ারে কেবল ২০১৪ বিশ্বকাপ খেলা হয়েছিল তার। এরপর সতীর্থকে ব্লেকমেইলের অভিযোগে ৫ বছর ছিলেন নির্বাসিত। ফিরে এসেছিলেন দুর্দান্ত ফর্ম নিয়ে। কিন্তু কাতারে আর খেলা হয়নি। ফাইনালে দলে তাকে ফেরানোর একটা গুঞ্জনও উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিতে দেখা যায়নি।
জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল ২০০৭ সালে। এরপর থেকে ৯৭ ম্যাচ খেলে করেছেন ৩৭টি গোল। দুর্দান্ত ফর্মের কারণে এ বছরই তিনি ৩৪ বছর বয়সে যিনি তিনি জয় করেছেন প্রথম ব্যালন ডি’অর।