আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

আলোচক ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, উপ আনুষ্ঠানিক শিক্ষা অধিপ্তরের পরিচালক জানে আলম হাওলাদার, শিক্ষা সংক্রান্ত সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমের বর্তমান প্রেক্ষাপট এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রেক্ষিতে অনলাইন শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানান বক্তারা। এর মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ায় সম্পৃক্ত থাকছে বলে এই কার্যক্রম আরও গতিশীল করতে সভায় নানা আলোচনা হয়।