আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ ও সড়কে মিছিল করেন প্রগতি ছাত্র সংগঠন বরিশল বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর নাজির মহল্লা থেকে মশাল মিছিল শুরু করে বরিশাল কেন্দ্রী শহিদ মিনার গিয়ে বিক্ষোভ সমাবেশ করে প্রগতি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সুভ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সদস্য, কিশোর কুমার, নুসরাত জাহান মিম, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সদস্য অদিতি সপ্তর্শী, হুজাইফা, বাংলাদেশ ছত্র ফেডারেন বরিশাল জেলা শাখার সভাপতি মো: জাবেদ প্রমুখ।