আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন

বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির। একের পর এক ঘটনায় আলোচনার কেন্দ্রে থাকছেন নায়িকা।
দুদিন আগে জন্মদিনের পার্টিতে তার লুঙ্গি পরা নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর হয়ে উঠে নেট দুনিয়া। ফেসবুকে সরব পরী বরাবরই নিন্দুকদের দাঁত ভাঙা জবাব দিতে ভুল করেন না।
রবিবার রাতে পরীমণি নামের একটি ফেসবুক আইডি থেকে সমালোচকদের উদ্দেশ্যে একটি পোস্ট করা হয়। সেই পোস্টটি স্বপ্নজালের নায়িকা তার ভেরিফাইড পেজে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন- শুকরিয়া।
পরীমণির আইডির পোস্টে লেখা- ‘এই যে আমি #গুনিন এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোর, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিং জয়েন করলাম। দারুন একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন!
আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হচ্ছে সিনেমা। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন পরীমণি।