আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরেছেন ডমিঙ্গো

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরেছেন ডমিঙ্গো

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। টাইগারদের সবশেষ নিউজিল্যান্ড সফর শেষে ছুটিতে ছিলেন এই দক্ষিণ আফ্রিকান।

শনিবার সকালে ঢাকায় পৌঁছান ডমিঙ্গো। একটি ইংরেজি দৈনিককে তিনি বলেছেন, ‘আজ সকালে আমি ঢাকায় পৌঁছেছি। আমি ভালো আছি এবং সবকিছু স্বাভাবিক রয়েছে। আশা করি সামনে ভালো সময় কাটবে।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

বিদেশ থেকে আসায় ডমিঙ্গোর এখন করোনা পরীক্ষা করানো হবে। ফল নেগেটিভ এলে রবিবারই তিনি দলের সঙ্গে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন।


পিআর/ডিআর