আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে আজিজুল হাকিম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টিভি অভিনেতা আজিজুল হাকিম।
‘বঙ্গবন্ধু’ নামের এই বায়োপিক পরিচালনা করছেন ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
শুক্রবার আজিজুল হাকিম ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি অভিনয় করবেন রাজনীতিবিদ এবং শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে।
আগামী ৬ ও ৭ ডিসেম্বর এই বায়োপিকের শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
আজিজুল হাকিম বলেন, ‘আমার অভিনয় জীবনে নানা রকম চরিত্রে অভিনয় করেছি। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ করাটা অবশ্যই বড় একটি বিষয়। ইতিহাসের অংশ হতে যাচ্ছি। সবার ভালোবাসা নিয়ে কাজটি করতে চাই।’