আবারও টুইটারে রেকর্ড মোদির

আবারও টুইটারে রেকর্ড মোদির

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলোয়ারের বিচারে বিশ্বের শীর্ষ তিন নেতার মধ্যে তিনি একজন। মোদির করা একটি টুইট সম্প্রতি রেকর্ড হয়েছে। গত এপ্রিলে করা তার সেই টুইটটি রিটুইট হয়েছে এক লাখ ১৮ হাজার বার। মঙ্গলবার (৮ ডিসেম্বর) টুইটারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর জিনিউজ’র।

জানা গেছে, গত মার্চ-এপ্রিলে ভারতে করোনার সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী ছিল। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর গত ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিট ধরে নিজের বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে অসংখ্য মানুষ সাড়া দেন।

সেদিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করেছিলেন মোদি। সঙ্গে লিখেছিলেন, ‘শুভ করোতি কল্যাণম আরোগ্য, ধনসম্পদ, শত্রুবুদ্ধি বিনাশয়, দীপজ্যোতি নমস্তুতে।’ তার করা এই টুইটটি ইতিহাস তৈরি করেছে।
এই টুইট এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার বার রিটুইট হয়েছে। লাইক দিয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৩০০ জন। টুইটার জানায়, চলতি বছর ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটটিই সবচেয়ে বেশিবার রিটুইট হয়েছে।


ভোরের আলো/ভিঅ/০৯/১২/২০২০