আবারও সিসিইউতে সম্রাট

আবারও সিসিইউতে সম্রাট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন যুবলীগ ঢাকা মহানগরের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে হৃদস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে একাধিক ডাক্তার জানিয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট। কিছুদিন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিসিইউতে আনা হয়। তার হৃদসম্পন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ডাক্তাররা।

উল্লেখ্য, ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে গত বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। বন্য প্রাণীর চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন। এছাড়াও অস্ত্র ও মাদক মামলাসহ আরও তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।