আমতলী ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকার কর্মহীন তিনশত পরিবারে প্রশাসনের সহায়তা

আমতলী ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকার কর্মহীন তিনশত পরিবারে প্রশাসনের সহায়তা

বরগুনার আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকার সামাজিক দূরত্ব বজায় রেখে মরনঘাতি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র তিনশত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তার চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৫টায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র তিনশত পরিবারের প্রতিটি পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল ও একটি সাবান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
    
এসময় অন্যান্যদের মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,  নৌ ও  পুলিশ বাহীনির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, পৌরসভার ৫নং ওয়ার্ড ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকার করোনায় কর্মহীন হয়ে পড়া তিনশত হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।